তবলিগের ইন্টারনেল সংঘাতটা যে কত প্রচন্ড ছিলো এখন উপলব্দি করছি।
রাঈসা নামে একজন পোষ্ট করেছিলো তার বিয়ের কথা। তবলিগি ছেলের সাথে তার বিয়ে। হাসবেন্ড খুবই ভালো। কিন্তু যখন সংঘাত লাগে তার এতাতি পরিবার তাকে স্বামির কাছ থেকে কেড়ে এনে জোর করতে থাকে তালাক দিয়ে দিতে, কারন স্বামি শুরা। স্টেটাসটা এখন নেই, উনি সরিয়ে ফেলেছেন।
অন্যদের কাছে শুনছিলাম নন-এতাতিরা কিকরে এতাতিদের ইহুদি জ্ঞান করে সালাম দিতো না, কথাও বলতো না, কারন সাদ সাহেবের সাথে ইহুদিদের সম্পর্ক।
সাধারন বাংগালি। আমরা "ইহুদিদের এজেন্ট" শুনলে এটাকে মেটাফরিক্যল ধরে নেই। সত্যি সত্যি তো কেউ এজেন্ট না। এর অর্থ সে নিশ্চই বুঝিয়েছে "খারাপ লোক"। নতুন জানলাম সাধারন পাবলিক এতকিছু বুঝে না। বুঝে সরাসরি সে ধর্ম ছেড়ে "ইহুদি"।
এর জন্য দ্বন্ধ সংঘাত লাগলে দল থেকে সরে যাওয়া ভালো। "আমিরের" পক্ষে দাড়িয়ে লাভ নেই। কারন কেউ সত্যিকারে হুকুমতের আমির না। একটা কাজের আমির। যেমন নামাজের সময়টায় মসজিদের ইমাম নামাজের আমির। নামাজের সালাম ফিরালাম তো তার আমিরত্ব শেষ।
আর মসজিদে ইমামের পক্ষে লড়াইয়ে নামলে অন্য মুসলিমদের বিপক্ষেই ফাইট করতে হবে। এতে লাভ নেই। কেবল ক্ষতি।
নিউট্রাল থাকার এই লাভ। যে ফিতনা থেকে দূরে থাকলো সে শান্তিময় জীবন পাবে।
আল্লাহ তায়ালা যেন আমাদের বুঝার তৌফিক দেন।