Post# 1589523852

15-May-2020 12:24 pm


কদর :


কোন রাতে বুঝতে হলে প্রতি রাতে ইবাদত করতে হবে লম্বা সময় ধরে। তবে পার্থক্য করা যাবে এই রাতের সাথে বাকি রাত। টার্গেট করে একটা রাতে ইবাদত করে কখনো নিশ্চিৎ হওয়া যায় না এটা কদর।


আমরা বাংলাদেশিরা এর নিদর্শন দেখি ‌: বৃষ্টি।
আরবরা দেখে : পরদিনের সূর্যদয়ে কোনো রশ্মি থাকবে না।

ফেসবুকে আরবদের এই নিয়ে অনেক ফোরাম আছে যেখানে সবাই বিভিন্ন দেশ থেকে সূর্যদয়ের ছবি পোষ্ট করছে।


মক্কা-মদিনায় রমজানে ইশা-তারাবি পড়ে আড়াই ঘন্টা ধরে। ৮:৩০ থেকে ১১:০০ টা। রমজানের শেষ দশ দিনে এর সাথে তাহাজ্জুদ আরো ২ ঘন্টা রাত ১ টা থেকে ৩ টা।

তাহাজ্জুদ পড়া হতো ১০ রাকাত। ২ পৃষ্ঠা করে ১ পারা।


শেষ ১০ রাতের যে কোনো রাত কদর হতে পারে। চলে গেলে আফসুস। তাই প্রতি রাতেই নামাজ পড়তে হবে এমন ভাবে যে আজও হতে পারে কদর। মিস যেন না হয়।

15-May-2020 12:24 pm

Published
15-May-2020