FAQ : "নামে কিবা আসে যায়?"
নামে কিছু আসে যায় না, কিন্তু নাম নিয়ে ক্যাচাল তারাই আরম্ভ করেছে। এখন হেরে গেলে দেখবেন তারাই বলবে "নাম না, কাম আসল"।
এর আগেও এরা আকিদা নিয়ে ক্যচাল আরম্ভ করেছিলো। এখন আশারি-মাতুরিদির কিছু লেকচার নেটে ছাড়ার পরে তাদের কথা হয়ে গিয়েছে "দুটোই ঠিক"। এর আগে ২০ বছর ধরে যদিও গায়ে পড়ে স্টেটাসে এসে কমেন্টে করে যেতো আশারিরা কাফের।
তাই এই বিশ্লেষন গুলোর পিছে দৌড়ে লাভ নেই। আমি বহু দেখেছি। গত ৪০ বছর ধরে। প্রতি দশকে নতুন "হক" আসে, এর পরের দশকে সেটা মিটে যায়। আগের দশকেরটা এখন না-হক। আবার নতুন দশকে নতুন "হক"। নতুন কথা হলেও এগুলো কোনোটাই নতুন "মডার্নিষ্ট" হিসাবে প্রচার করা হয় না। বরং এগুলোই "আদি হক"। মানুষ ভুলে গিয়েছিলো। একটা ছোট দল নতুন করে "আসল হক" খুজে পেয়ে প্রচার করছে।