Post# 1589465280

14-May-2020 8:08 pm


জেনে রাখি ‌:

মডারনিষ্ট : আধুনিক মুসলিম। Modern আধুনিক। আমাদের Daniel Haqiqatjou থেকে আরম্ভ করে অন্যান্য পশ্চিমা ইসলামিষ্টরা এই শব্দটাই ব্যবহার করে ইসলামকে আধুনিকিকরনের চেষ্টা যারা করছে তাদের উল্লেখ করতে।

মডারেট : মধ্যপন্থি মুসলিম। Moderate মধ্যম। এরাই মূলধারার মূসলিম। এবং রাসুলুল্লাহ ﷺ মধ্যপন্থাকেই এই উম্মাহর জন্য অনুসরনিয় করেছেন।

"মডারেট" শব্দ নিয়ে পশ্চিমা ইসলামিষ্টদের কোনো আপত্তি নেই। মডারনিষ্ট নিয়ে আছে। বাংগালি মুজাহিদরা মডারেট মধ্যপন্থিদের দেখতে পারে না। তাই পশ্চিমাদের "মডারনিষ্ট" শব্দটা অনুবাদ করে মডারেট। "তোমরা মডারেটরা খারাপ পথভ্রষ্ট। তাই আমাদের অনুসরন করো।"

কিন্তু যে দল অনুবাদে এতটুকু সততা রাখতে পারছে না। বা যাদের এই বোধটুকু নেই যে দুটো শব্দের অর্থ আর ব্যবহার দুটোই ভিন্ন, তাদের অনুসরন করে জিহাদে নামলে এর পর তাদের রাহাবারি কোনদিকে নিয়ে যাবে সেটা আশংকার বিষয়।

যে যেটা ভালো মনে করেন অনুসরন করেন। যেই বড় ভাইয়ের লেকচার আপনার ভালো লাগে।

আমি আমার পথ আকড়ে থাকবো ইনশাল্লাহ। আপনার পথভ্রষ্টতা যেন আমাকে বিভ্রান্ত না করে।

14-May-2020 8:08 pm

Published
14-May-2020