Post# 1589362923

13-May-2020 3:42 pm


"শেষ ১০ রাত্র কি রমজানের ২০ তারিখ থেকে আরম্ভ হয় নাকি ২১?"

২১শে থেকে। এখানে বেজোড় রাত্রির আরম্ভের কথা বলছি না। শেষ দশ রাত্রির কথা বলছি। ২১ শে রাত্রি মানে ২০ শে রমজান শেষ হবার পর সন্ধা থেকে।

"কিন্তু যদি ..."

উপরে যা বলেছি।

আরেকটা কথা হলো কেবল বিজোড় তারিখে কদর তালাশ করবেন না। শেষ ১০ দিনের জোড় তারিখেও করেন। দেশে যত বুজুর্গের কাছে শুনেছি অমুক তারিখে উস্তাদ আমাকে বলেছে আজকে কদর হতে পারে নামাজ পড়ো, আমরা নামাজ পড়েছি -- সবগুলো ঘটনা ছিলো ঐ সব বছরগুলোতে যে বছরগুলোতে বাংলাদেশে রমজান আরম্ভ হয়েছিলো সৌদির ২ দিন পরে।

এখানে একটা সুক্ষ্ম ব্যপার আছে। কিন্তু এগুলো কমেন্টে আলোচনা করে জনগনের মাঝে বিভ্রান্তি ছড়াবেন না প্লিজ। এগুলো যে বুঝে তার জন্য কেবল পোষ্ট। এবং বুঝবে কেবল সেই যে এগুলো "তালাশ" করে।

এই পোষ্ট নিয়ে কমেন্ট না করি। ডিসকাস না করি। যে যেটা ভালো মনে করি সেটা অনুসরন করি।

13-May-2020 3:42 pm

Published
13-May-2020