বাস চালু হচ্ছে, ১৭ই মে থেকে। কিন্তু যে শর্ত দেয়া হয়েছে সেগুলো মেনে মালিকরা চালাতে রাজি না।
মানে ভালো পরিবহনের বাসগুলো নামবে না। ভাঙ্গাগুলো নামবে যেগুলো নিয়মের তোয়াক্কা করে না, টাকা দিয়ে মেনেজ করে সব।
লিংক কমেন্টে।
এখানে বুঝার ব্যপার হলো শহরের মধ্যবিত্ত পরিবারের পাবলিকও এখন চায় না কিছু চালু হোক। আক্রান্ত হবার রিস্ক নেবার বদলে বাসায় বসে থাকা ভালো।
দুই মাস হতে চললো। কতদিন পরে মানুষ মনে করবে, "মরলে মরলাম, এভাবে চলে না, কাজে নামতে হবে বের হতে হবে?" এটা একটা সোশিয়াল এক্সপেরিমেন্ট। জানা নেই। ধারনা করেছিলাম ১ মাস। কিন্তু এখন দেখছি ২ মাসেও মানুষ কাহিল হয় না। তবে ৮ মাস? দেখার বিষয়। ১ বছর বোধহয় টানতে পারে।
মিরপুরের টোলারবাগ যেখানে দেশের প্রথম করোনা ভাইরাস ধরা পড়েছিলো। এখন আর করোনা নেই। পুলিশ কয় দিন বসে পাহারা দেবে? তারা বেঞ্চ সরিয়ে চলে গিয়েছে। তাই স্থানীয়রা খুশি? ভুল। নিজেরা পালা করে পাহারা দিয়ে নিজেরই নিজেদের লকডাউনে রাখছে।
- Comments:
- https://www.prothomalo.com/bangladesh/article/1656055/
- https://www.gonews24.com/m/national/news/93069/%E0%A7%A7%E0%A7%AD-%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%A8-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87
- এখানে কোনো ফাসেকের খবর আছে কিনা নিজে জেনে যাচাই করবেন। আমি নিজে টোলারবাগে গিয়ে জরিপ করে আসি নি। পত্রিকায় যা ছাপায় তাই বিশ্বাস করি। বা বাসওয়ালাদের ফোন করে জানতে চাই নি তারা যা বলেছে সেটা আসলেই সত্যি কিনা। বা সরকারি অফিসে গিয়ে খবর নেই নি তারা ১৭ তারিখ আসলেই খুলবে বলেছে কিনা।