Post# 1589150688

11-May-2020 4:44 am


FAQ :

সুরা হুজুরাতের আয়াত "হে মু'মিনরা যদি কোনো ফাসেক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আছে ..."

হাদিস : "কারো মিথ্যাবাদি হবার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনে তাই বলে।"

আল্লাহ তায়ালা সত্য বলেছে। এবং উনার রাসুল সত্য বলেছেন। এবং আমি উনাদের কথা মাথা পেতে গ্রহন করি।

এর পর স্পষ্ট করে বলছি যে,

- পত্রিকায় যা ছাপায় কোনো একটা খবরও আমি কখনো ব্যক্তিগত ভাবে যাচাই করি না।

  • এর পরও প্রতিটা খবর যাচাই ছাড়াই বিশ্বাই করি।
  • এবং সেই খবরই আমি প্রচার করে বেড়াই ফেসবুকের পোষ্টে।
  • জেনে শুনে এবং বুঝে গুজবও পোষ্ট করি এবং প্রচার করি।
  • এবং উপরের আয়াত আর হাদিসের আপনি যে ব্যখ্যা করেন আমি সেই ব্যখ্যায় বিশ্বাসি না।
  • আমি কি ব্যখ্যায় বিশ্বাস করি সেটা বলার সময় বা প্রয়োজন আমার নেই।

    এর পর যদি কেউ এ ধরনের কমেন্টে করে তাকে এই পোষ্টের লিংক দিয়ে দেবো উত্তর হিসাবে।

    জাজাকাল্লাহ।

    11-May-2020 4:44 am

  • Published
    11-May-2020