ডাক্তারদের সমস্যাগুলো বলছি :
প্রথমতঃ গাড়ি বন্ধ। বাসা থেকে হাসপাতালে পায়ে হেটে যেতে হবে। পুলিশ দেখলে পিটাবে। "আমি ডাক্তার" শুনবে না।
এর পর ফেস মাস্ক, পিপিই কিনতে হবে নিজের টাকা দিয়ে। হাসপাতালে দেবে না। আর সরকারি চাকরি হলে প্রাইভেট প্রেকটিশও করতে পারবেন না এগুলো কিনার জন্য কিছু এক্সট্রা টাকার জন্য। বেসরকারিদের জন্যও প্রাইভেট এখন বন্ধ।
এর পর সারাদিন করোনা রোগিদের মাঝে। নামকাওয়াস্তে পিপিই পড়ে। যে কোনো সময় আক্রান্ত হতে পারেন। অলরেডি ৭০০ ডাক্তার দেশে আক্রান্ত হয়েছে।
রোগিরা সবাই ভিআইপি যেহেতু তাই তাদের গালির তুবড়ি সারাদিন আছেই। এটা হাইলাইট করলাম না।
এর পর রাতে আবার পুলিশের বাড়ি খেয়ে হেটে বাসায় ফিরতে হবে। কিন্তু পরিবারের সাথে থাকতে পারবেন না। কারন যদি আক্রান্ত হন? ভাড়া বাসা হলে মালিক ঢুকতে দেবে না। বলবে "বাসা ছেড়ে চলে যান যতসব করোনা রোগী।"
- Comments:
- ^ আপডেটেড।