Post# 1589042178

9-May-2020 10:36 pm


"ডাক্তাররা অকারনে সিজার করে না। প্রয়োজনেই করে।"
"সিজারের জন্য এই যুগে মাতৃ মত্যুর হার এত কম।"
"বাচ্চার পজিশন উল্টো, বা প্লাসেনট্রা উল্টো তাই সিজার করতেই হবে।"
"তুমি কি ডাক্তার? তবে এত বড় বড় কথা বলো কেন?"
"আমরা ১২ বছর মেডিক্যল সাইন্স পড়ে ডাক্তার হয়েছি"

উপরেরগুলো জনপ্রীয় ডায়লগ।

পর কথা এই যে দেশে এতদিন ৯৬% জন্ম হতো সিজারে। কোভিড আরম্ভ হবার পরে এই ডাক্তারা সবাই ঘরে বসে আছে।

কোভিডের যুগে এখন ৯৬% জন্ম হয়েছে নরমাল। মায়ের মৃত্যুর হার আগে যা ছিলো তাই। বাড়ে নি।

লিংক কমেন্টে।

কেউ একজন এখন আমাদের অনাহারে থাকা বাসায় বসা ডাক্তারদের কথা চিন্তা করে তাদের বাসায় কিছু রিলিফ পাঠিয়ে দিন প্লিজ।

9-May-2020 10:36 pm

Published
9-May-2020