Post# 1589002389

9-May-2020 11:33 am


আরমান ভাইয়ের মাহদি ঘোষনা পিছিয়ে গিয়েছে।

ট্যকনিক্যলি কতটুকু পিছাতে পারে চিন্তা করছিলাম। হজ্জের সময় পর্যন্ত সহজেই টানতে পারবেন। এর পরও না হলে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। কারন ঘোষনা ছিলো ২০২০ সালের।

এর পরও যদি না হয়? তবুও আশা শেষ না। কারন তখন বলা যাবে "২০২০ সাল থেকে সামনের যে কোনো বছরে। আরম্ভটা ২০২০ থেকে যে কারনে বলা হয়েছিলো ২০২০"

কিন্তু বিপদটা হবে যখন উনি দেখবেন কিছুই হচ্ছে না তখন। ডেসপারেট হয়ে যাবেন। গোলাম আহমেদ এরকম ডেসপারেশনের সময় নিজেকে মাহদির থেকে বড় এবং হাদিসে যা কিছু আছে সেগুলো কোনোটার অর্থই লিটারেল না -- এই মুডে চলে যান। অনুসারিদের জন্য সেটাও চলে।

রিয়ালাইজেশনটা আসে মৃত্যুর সময়। "কিন্তু আমার খোদা আমাকে জানিয়েছেন আমার মৃত্যু হবে ঈসা আঃ আমার পেছনে নামাজ পড়ার পরে মসজিদে মাথায় হটাৎ তীরের আঘাতে শাহাদাত। কিন্তু এখন এই ভাবে হীন অবস্থায় যে মৃত্যু হচ্ছে?"

এটা তৌবার সময়। কিন্তু মানুষ কনফিউজড হয়ে যায়। অনেকে দ্বিন আর বিশ্বাসের সব কিছু অস্বিকার করে বসে। আর অনুশোচনা আসলেও ঠিক মৃত্যুর সময় তৌবা আল্লাহ কবুল করেন না। আগে করতে হয়।

আল্লাহ তায়ালা আমাদের উপর করুনা করুন।

9-May-2020 11:33 am

Published
9-May-2020