Post# 1588959344

8-May-2020 11:35 pm


মসজিদে এশার ফরজ পড়ে বাসায় চলে আসছি। এর পর লকডাউনের সময়ে যেভাবে তারাবি পড়তাম সেভাবে আগের মতো নিজে নিজে বা পরিবারের যারা শরিক হয়।

কোনো মসজিদেই খতম তারাবি হচ্ছে না। সব মসজিদেই সুরা তারাবি। এর থেকে নিজে পড়া ভালো আমার বিশ্বাস।

মসজিদে জামাতে হলেও সেখানে না পড়ে ঘরে একা তারাবি পড়ার ব্যপারে মাজহাবের ইমামদের মত :

قال الإمام مالك:
'قيام رمضان في البيت لمن قوي عليه أحبّ إليّ.'

وقال الإمام الشافعي:
'فأما قيام شهر رمضان فصلاة المنفرد أحب إليّ منه.'

وقال أبو يوسف صاحب أبي حنيفة:
'من قدر على أن يصلي في بيته كما يصلي مع الإمام في رمضان، فأحبُّ إليّ أن يصلي في بيته.'

8-May-2020 11:35 pm

Published
8-May-2020