বলছিলাম কিছুই খুলবে না। কিন্তু কিছু দিন পর পর "এই খুলছি" "খুললাম বলে" "খুলে যাচ্ছে" খবর ছাপাতে থাকবে মানুষকে চাঙ্গা রাখতে।
যে শর্ত সরকার দিয়েছে মার্কেট খুলার জন্য। আর আমাদের মেজিস্ট্রেটরা
মার্কেটে মার্কেটে ঘুরে যেভাবে দেশ আর দশের সেবার করছে সেটা বুঝে ঈদের আগে কোনো মার্কেট খুলছে না।
লিংক কমেন্টে।
আর যেখানে মেজিষ্ট্রেট নেই সেখানে ১৫ বছরের কোনো মেয়ে খবরের টাইটেল নেয়ার জন্য গিয়ে মার্কেট বন্ধ করে আসার ক্ষমতা রাখে। "সরকারি নিয়ম না মানার জন্য মার্কেট বন্ধ করে ১০ লক্ষ মানুষের জীবন রক্ষা করলো ১৫ বছরের মেয়ে" -- প্রথম আলো। সবাই সমস্বরে : বাহ!