আমার জুতা ছিড়ে গিয়েছে - তাই বাটার জুতার দোকান খুলে দেবার জোর দাবি জানাচ্ছি।
একটা ফেন নষ্ট - তাই ভিশন ইলেক্ট্রনিক্সের দোকান।
বাথরুমের লাইট ফিউজ হয়ে আছে আজকে ৩ সপ্তাহ - ইলেক্ট্রিকের দোকান খুলার দাবি জানাচ্ছি।
একটা ওয়াইফাই রাউটার হ্যংগ করছে - তাই কম্পিউটারের দোকান।
ইয়ারফোনটা ছিড়ে গিয়েছে - এক্সেসরিজের দোকান খুলার দাবি জানাচ্ছি।
চুল কাটতে হবে - নাপিতের দোকান।
শেষে তালতলা ফুড কোর্ট আর কেএফসি খুলে দেয়ার জোর দাবি জানাচ্ছি।
কারন জীবনে আমার কাজ দুটো। মসজিদে গিয়ে নামাজ পড়া আর ফাস্ট ফুডের রেস্টুরেন্টে গিয়ে বার্গার-শর্মা খেয়ে এর ছবি ফেসবুকে শেয়ার করা।
এ দুটো হলে এই মুহুর্তে আর দাবি নেই।
জীবন চলে।