Post# 1588927338

8-May-2020 2:42 pm


#হিফজ_টিপস

দুটো উপদেশ :

- আরবি শেখার সময় এর ব্যাকরন শিখতে অতিরিক্ত সময় দেবেন না। কিছু ব্যাকরন শিখলেন, কিছু ভাষা, এরকম। "সমস্ত ব্যাকরন আগে না শিখলে কিছু শিখতে পারবেন না" এমন যেন না হয়।

- কোরআন শরিফ মুখস্ত করার সময় তিলওয়াত শুদ্ধ করতে অতিরিক্ত সময় দেবেন না। চলন সই হলেই হলো। শিখতে শিখতে পড়তে পড়তে বাকিটা সময়ের সাথে সাথে হয়ে যাবে ইনশাল্লাহ।

পারফেকশনের জন্য মূল কাজ যেন আটকে না থাকে। কিন্তু উস্তাদের কাছে গেলে তারা আপনাকে পারফেকশনের জন্য আটকে দেবে। এক জায়গায় ঘুরাতে থাকবেন। আপনাকে নিজেকে বুঝতে হবে কতটুকু আপনার দরকার, এর পর নিজেকে একটা স্ট্যান্ড নিতে হবে। সব উস্তাদের উপর ছেড়ে দিলে হবে না।

উপদেশ গুলো ভার্সিটি শিক্ষিতদের জন্য। অন্যদের জন্য ভিন্ন হবে নিঃসন্দেহে। যেমন মাদ্রাসার ছাত্রদের জন্য। তাদের জন্য এই উপদেশ না।

জাজাকাল্লাহ।

    Comments:
  • ^
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156385347248176

8-May-2020 2:42 pm

Published
8-May-2020