Post# 1588857652

7-May-2020 7:20 pm


Situation report :

- মাগরিবের নামাজের জন্য রাস্তায় বের হয়ে দেখি যেন ভোরে ফজরের নামাজে বের হয়েছি। অন্ধকার রাস্তা, দূরে একটা দোকানে কিছু আলো। অন্য সময় এখন ইফতারি বিক্রি আর খাওয়ার ধুম চলতে থাকতো। মসজিদ পথের যাত্রী থাকতো কাফেলার মতো। আজকে একা বাসা থেকে শেষ পর্যন্ত।

- মসজিদ খালি। ইফতারি করা নিষেধ যেহেতু। নামাজের শেষে মুসুল্লি দেখে যা মনে হলো তারা আড়াই কাতারে দাড়াতে পারতো। যদিও নিয়েছে ৮ কাতার। অন্য বছর মাগরিবে থাকতো ভরা ২০ কাতার লোক।

- ফরজ পড়ে চলে আসলাম। সরকারি হুকুম বলে কথা। "... ওয়া উলিল আমরি মিনকুম"।

7-May-2020 7:20 pm

Published
7-May-2020