"এ বছর হজ্জ হবে না?"
বাংগালিদের জন্য হবে না সম্ভাবনা ৯৫%। কারন রমজানের মাঝে হাজ্জিদের বাড়ি ঠিক করে বাড়ির কাগজ সৌদ সরকারের কাছে জমা দিয়ে অনুমতি এপ্রুভ করতে হয়। এর কিছুই হয় নি। করার জন্য মক্কার লক ডাউন উঠানো তো দূরের কথা, সৌদির ফ্লাইটও চালু হয় নি।
রোজার ঈদের পরে কাজ কেবল থাকে ফ্লাইট ঠিক করা আর লোক পাঠানো। এটা বাংগালিদের সাইডের কাজ। আর সৌদির সাইডেও নিশ্চই আরো অনেক বেশি কাজ আছে হজ্জের তৈরির জন্য। যেগুলো কোনোটাই তারা করে নি।
চেইনটা ভেঙ্গে গিয়েছে। বুঝতে হবে। কাজ মানুষ একা কেউ করে না। সারা দুনিয়া মিলে করে।
"কিন্তু অনেক আলেম যে স্বপ্নের কথা বললো রমজানে খুলে দেয়া হবে, ভাইরাস এত তারিখে চলে যাবে?"
অবভিয়াসলি এগুলো কিছু মিলে নি। যারা বলেছিলো তাদের একজনকে আজকে ডিসক্লেইমার পোষ্ট করতে দেখেছি।