মার্কেট খুলছে না। ঢাকা শহরের প্রায় কোনো মার্কেটই খুলছে না। কারন দোকান খুললে হবে না। সাপ্লাই চেইন ভেঙ্গে গিয়েছে চার দিক থেকে। মার্কেট একটা দ্বীপে বসে চালানো যায় না। তাই বসুন্ধরা, নিউ-মার্কেট, যমুনা কোনোটাই খুলছে না। মালিকদের স্বিদ্ধান্ত। এরা বাজার বুঝে, বুঝতে হয়, বুঝে বলে মার্কেটে টিকে আছে। সরকারি আতেলদের মতো শ্লোগান দিয়ে ক্ষমতায় আসে নি।
কিন্তু মার্কেট খুলার স্বার্থে মসজিদ আগে খুলে দেয়া হয়েছে।
Keep watching.