Post# 1588837694

7-May-2020 1:48 pm


Today noticed :

- মসজিদ গতকাল আসরেই সবগুলো খুলে দেয়া হয়েছিলো। ঘোষনার পর পরই।

- তিন ফুট ফাক, প্রথম মসজিদে। এর ভালো যে সালাম ফিরিয়ে সংগে সংগে গ্যপ দিয়ে হেটে চলে আসতে পারি। এর মন্দ যে নামাজে বাদশাহ আর ফকির গা ঘেষে দাড়ানোকে বাদশাহরা অপছন্দ করতো। এখন তাদের একটা যৌক্তিক কারন আছে। // ok, that was sarcastic :- )

- কেউ মাস্ক পড়ে নামাজ পড়ে নি। এতটুকু কমন সেন্স মানুষের আছে। ভালো।

- সুরা তারাবি। বরং বাসায় এসে আগের মতো নিজে পড়বো ইনশাল্লাহ।

FAQs :

"মসজিদ আজকে থেকে খুলে দেয়া হয়েছে..."

মসজিদ সব সময়েই খুলা ছিলো। গুজব রটাবেন না।

"ওয়াক্তিয়া নামাজ, তারাবি, জুম্মার জন্য মসজিদ খুলে দেয়া হয়েছে। তবে সুন্নাহ বাসায় পড়তে হবে।"

মানে... বলছেন তারাবির নামাজ সুন্নাহ না?

"বাংলার মসজিদ কে খুলে দিয়েছে এটা স্বরন রেখে কৃতজ্ঞ থাকবেন"

তথাস্তু। তবে স্যার, বন্ধ করেছিলো কে?

7-May-2020 1:48 pm

Published
7-May-2020