Post# 1588744237

6-May-2020 11:50 am


খুলার ব্যাপারে যা কিছু খবর আছে প্রায় সবই "গুজব"। কিছুই খুলবে না। কিন্তু রটাতে থাকবে "খুলে দিচ্ছে" "খুলে দেয়া হচ্ছে" "খুলে দেয়া হবে"।

খবরগুলো সরকারি ভাবে আসলেও "গুজব"।
মন্ত্রী বললেও "গুজব"।
মেইনস্ট্রিম মিডিয়াতে আসলেও "গুজব"।

কিছু খুলবে না। এমন কি প্রধানমন্ত্রীও যদি বলে "খুলে দেয়া হবে" তবুও খুলবে না। এটা বুঝবেন খুলার তারিখ পার হয়ে যাবার পরে। দেখবেন আগের ঘোষনা হয়ে গিয়েছে পরের "গুজব"।

বড় নেতারা শহর গ্রাম বন্দর সবকিছু নিয়ন্ত্রন করে। তারা দেশ চালায়। তাদের বয়স হয়েছে। তারা মরার ব্যাপরে আতংকিত। এরা খুলার ব্যপারেও আতংকিত। বন্ধ রাখলে বাচার আশা একটু হলেও বাড়ে যেহেতু।

কিন্তু খুলার ঘোষনা মানুষকে চাংগা রাখে। আশাবাদি রাখে। পজিটিভ রাখে। তাই এর ঘোষনা দিতে হয় কিছু দিন পর পর। একারনে এই সব ঘোষনা থেকে সাবধান থাকি।

তবে খুলবে কবে? আমার প্রেডিকশন হলো সামনের বছর জানুয়ারিতে।
এটা মসজিদ খুলার তারিখ না। ব্যবসা-যোগাযোগ খুলার তারিখ। মসজিদ খুলবে এরও বহু পরে।

জান বাচানোর জন্য মসজিদ দরকার নেই।

6-May-2020 11:50 am

Published
6-May-2020