Post# 1588713179

6-May-2020 3:12 am


মুফতি ইজহার সাহেবের কথা কমেন্টে। কঠিন কথা। ব্যসিক্যলি এখন বোর্ড উল্টে গিয়েছে। হটাৎ করেই। এবং এটা এই কভিডের যুগে।

আমার খুব বেশি আফসোস নেই, কারন এই জ্বালা আমি ৯০ থেকে দেখে আসছি। তখনকার আক্রমন ছিলো একতরফা ঐ পক্ষ থেকে। আশারি-মাতুরিদির পক্ষে বলার মতো ফোরামগুলোতে কোনো একজনও তখন ছিলো না।

বরং ছিলো ঐ সাইড থেকে সরাসরি প্রশ্ন, এর পর স্পষ্ট জবাব না দিলে "কাফের"।

কে জানে। ঐ এক্সট্রিম হয়তো এখন আল্লাহ তায়ালা ব্যলেন্স করছেন এটা দিয়ে। যেমন ফিকহগত তাদের '৯০ আর '০০ দশকের এক্সট্রিম আল্লাহ তায়ালা বেলেন্স করেছেন মুফতি লুৎফুর রহমান ফারায়েজিকে দিয়ে।

ফারাজি সাহেব যখন নেটে একটিভ হন তখন হানাফি ফিকাহর পক্ষে বলার মতো কোনো একজনও নেটে ছিলো না। সবই ছিলো ঐ পক্ষের একতরফা আক্রমন।

"৯০ এর সালাফি" বলে একটা টার্ম আছে নেটে। এখন আর তাদের দেখা যায় না। কিন্তু তখন তাদের আক্রমনগুলো ছিলো এক্সট্রিম। সেই তিক্তটা রয়ে গিয়েছে আমার অন্তরে এখনো, কারন এগুলো আমাকে পার হয়ে আসতে হয়েছে।

এর পরও আমি ব্যলেন্স করে দেখার চেষ্টা করি এখনো। দুই পক্ষই ঠিক। তাতে কোনো পক্ষের মতেই আমি ঠিক হই না। কিন্তু তাতে কি। এগুলো সমাধান করার দায়িত্ব আল্লাহ তায়ালা আমাকে দেন নি।

    Comments:
  • https://www.facebook.com/hm.ijhar/posts/1633977603418312

6-May-2020 3:12 am

Published
6-May-2020