Post# 1588686347

5-May-2020 7:45 pm



আরমান ভাইয়ের কাফেলায় যাদের ধরা হয়েছে, ১ জন ডাক্তার যিনি সরকারি হাসপাতালে চাকরি করেন। তিন জন ইঞ্জিনিয়ার।


আগে দেশে "জাগো মুজাহিদ" নামে মাসিক পত্রিকা ছিলো। এটা ইসলামি ফাউন্ডেশনের লাইব্রেরিতেও নিয়মিত রাখা হতো। ৮০ এর দিকে। এর পর আমাদের একটিভ মুজাহিদ ভাইদের একটিভিটি বেড়ে যাবার পরে পত্রিকা তো দূরের কথা, এখন ফেসবুকে এ সংক্রান্ত কোনো হাদিসও পোষ্ট করা যায় না।


আরমান ভাই আর সমমনাদের ঘটনার পরে, কিছু দিন পরে আমরা হয়তো আলোচনা করবো "জানো এক কালে আমরা ফেসবুকে মাহদি, আখিরুজ্জামান, আর এর নিদর্শন ঘটনাবলি নিয়ে আলোচনা করতাম।"

অন্যরা অবাক হয়ে, "আশ্চর্য! তখন পুলিশে ধরতো না?"


তবলিগ ওয়ালাদের একটিভিটির উপর কি এর কোনো ইফেক্ট পড়বে?

ভারতে সা'দ সাহেবের কাহিনি। এর উপর এই দেশে করোনাতে কাজ বন্ধ। এর উপর এখন আরমান ভাইয়ের ঘটনা।

আল্লাহ তায়ালার ইচ্ছে।

5-May-2020 7:45 pm

Published
5-May-2020