Post# 1588664254

5-May-2020 1:37 pm


| "আলেমদের নিজেদের মাঝে অনেক ঝগড়া। একেকজন আলেম একেক কথা বলেন"

এজন্য নিজে কোরআন পড়ে বুঝতে হয় কার কথা ঠিক।

পার্থক্যটা কোরআনে ধরা পড়ে যায়, যদি বড় কোনো অপব্যখ্যা থাকে। কারন সবাই অপব্যখ্যার মূলটা আনে কোরআন থেকে। দেখবেন কেমন গোজামিল দিয়ে মূল অর্থের উল্টো দাড় করানোর চেষ্টা করছে। অতিরিক্ত ব্যখ্যা করছে। এবং এতে অতিরিক্ত শক্তি ব্যয় করছে "এভাবে বিশ্বাস না করলে কাফের"। কিন্তু তার ব্যখ্যা শুনার আগে নিজে ঐ আয়াতগুলো পড়ে আপনি এভাবে বুঝেন নি।

কারো সাথে তর্কে নামার দরকার নেই। তর্কে আল্লাহ তায়ালা সঠিক পথ রাখেন নি। নিজে বুঝলে হলো।

কে ঠিক এটা বুঝার পরে, বাকি জিনিসগুলোর জন্য আলেমদের প্রতিষ্ঠিত কথার উপর নির্ভর করি। নিজের ইলম দিয়ে সব বিষয়ে নিয়ম না বের করে।

তাই,
কিছু নিজের বোধ বুদ্ধি জ্ঞানে চলতে হয়। কে ভুল সেটা বুঝার জন্য।

কিছু আলেমদের উপর নির্ভর করতে হয়, বাকি সব সমাধানের জন্য।

কিছু কিতাব পড়তে হয়। কারন কিতাব আলেমরাই লিখেছে। সব কথা সরাসরি আলেমদের মুখে শুনার সময় সুযোগ কারো নেই।

কিছু গুগুল, ইউটুব, অনলাইন করতে হয়, কারন এগুলো এখন বর্তমানের কিতাব।

5-May-2020 1:37 pm

Published
5-May-2020