Post# 1588598455

4-May-2020 7:20 pm


রোজা :

তিউনিশিয়ার প্রেসিডেন্ট হাবিব বুরকুইবা। দেশের স্বাধিনতার জনক। ৫৬ সাল থেকে ৮৭ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

https://en.wikipedia.org/wiki/Habib_Bourguiba

উন্নয়ন আর কর্ম মুখি ছিলেন। রোজা রাখার প্রচন্ড বিরোধি কারন এটা অর্থনৈতিক উন্নয়নের পথে বড় বাধা।

১৯৬০ সালে তিউনিশিয়ার সর্বোচ্চ আলেম আর জাষ্টিস ছিলেন মুহাম্মদ ইবনে আশুর। উনাকে প্রেসিডেন্ট নির্দেশ দেয় আপনি ফতোয়া ঘোষনা দিয়ে দিবেন মুসলিমদের রোজা না রাখার জন্য।

https://en.wikipedia.org/wiki/Muhammad_al-Tahir_ibn_Ashur

ঐ সময় ছিলো কেবল রেডিও। শায়খুল ইসলাম ঘোষনা দেবেন। প্রথমে পড়লেন "কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা ...." সুরা বাকারার আয়াত যেটায় রোজা ফরজ করার ঘোষনা করেছেন আল্লাহ তায়লা। এর পর বললেন "আল্লাহ সত্য ব‌লছেন আর বুরকুইবা মিথ্যা বলেছেন।"

উনাকে তার পদ থেকে সরিয়ে ফেলা হয়।

4-May-2020 7:20 pm

Published
4-May-2020