আমি এখনো উলামা-কিরামদের মতেই চলার চেষ্টা করছি। তাদের থেকে বেশি বুঝি না। কোভিড-লকডউন নিয়ে যাই লিখি না কেন। এর পরও উনাদের অধিকাংশের মতের সাথে আছি। হয়তো কখনো তাদের কারো কথা আমার পছন্দ না হলে কিছু রাগ দেখাই। কিন্তু এর পরও চেষ্টা করি তাদের মতের পথেই চলতে।
উলামা বলতে আমি আমাদের কওমি-দেওবন্দি আলেমদের বলছি। যদি তাদের মাঝে কখনো এমন দ্বন্ধ লাগে যে এক পক্ষ অন্য পক্ষকে আক্রমন করছে, ভুল, বাতেল বলছে তখন চিন্তা করবো কি করা যায়।
নয়তো এখনো সমস্যা নেই।
আল্লাহ তায়ালা আমাদের হকের উপর রাখুন।