কোভিড : স্পষ্ট করে বলছি আমার অবস্থান
১
এটা মারাত্মক। নরমাল সর্দি কাশির মতো না। এটা স্বিকার করা। স্বাভাবিকের থেকে ১০ গুন মানুষ মারা যাবে।
২
কিন্তু এত মারাত্মক না যে পুরো দেশ বন্ধ করে ঘরে বসে থাকতে হবে। এতে বড়লোক আর ক্ষমতাবানরা স্বস্তি পায়। গরিবরা মরে।
৩
এর থেকে আরো মারাত্মক রোগও ভবিষ্যতে এলে মসজিদ বন্ধ করার পক্ষে আমি না। জামাত চলবে। যে ভয় পায় সে যাবে না। যে যেতে চায় সে যাবে।
______
পক্ষে বলছি যে মক্কার ৭০% মানুষই এখন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গিয়েছে। মরেছে কয় জন? এটা মেপে বুঝার পরে এখন মসজিদ খুলার কথা আলোচনায় আসছে। সবাই যখন আক্রান্ত তখন প্রোটেকশন দিয়ে লাভ কি?
https://www.middleeasteye.net/news/coronavirus-saudi-arabia-mecca-most-population-infected
এর পরের কথা হলো, মসজিদ খুলার জন্য যদি শহরের ৭০% আক্রান্ত হবার অপেক্ষা করতে হয়, তবে বন্ধ করে লাভ হয়েছিলো কি? সব সময় খুলা রাখলে আরো তাড়াতাড়ি ৭০% আক্রান্ত হয়ে এই অবস্থাতেই আসতো।
কিন্ত মানুষের ভয়। "আতংক" এটা হলো আসল। আতংক সামাল দেবার জন্য বন্ধ করা দরকার ছিলো।
এই মৃত্যুর ভয় হলো আল-ওয়াহান। আল্লাহ তায়ালা এটা দেখিয়ে দিলেন আমাদের মাঝের এই আল-ওয়াহান রোগের অস্বিকার কারিদের চীনের "ওহান ভাইরাস" দিয়ে।
আল-ওয়াহান রোগের বর্ননা আছে এই হাদিসে
https://sunnah.com/abudawud/39/7
পড়ে দেখেন। মৃত্যুর ভয় আর দুনিয়ার ভালোবাসা। এটা আসবে ঐ সময়ে যখন মুসলিমদের সংখ্যা দুনিয়াতে হবে সবচেয়ে বেশি। ইতিহাসে এখন।
জাজাকাল্লাহ।
- Comments:
- এটা হলো #মডারেট_মোজলেম দৃষ্টি ভঙ্গি। আপনি ফান্ডামেন্টলিষ্ট হলে ভিন্ন কিছু চিন্ত করতে পারেন। আমি আপনার মতো না।
- কেবল মক্কা আর মদিনা শহরে খুলে দেবে বলে খবর এসেছিলো। রিয়াদে না।
- ঠিক আছে। স্টেটাস কারেক্ট করে দিয়েছি।