কলকারখানা খুলে যাবে, দোকান পাট খুলবে ইনশাল্লাহ।
আমার শিক্ষা : আরেকটা ফিল্টার পার হলাম।
আলেম আবেদ দ্বায়ি ওয়ায়েজের মাঝে
কাউকে এর পর একটু ভিন্ন করে দেখবো।
এখানে দল মতের ভাগ নেই।
ভাগ ব্যক্তিতে ব্যক্তিতে।
সবাই ভালো। কিন্তু উপদেশ সবার থেকে নেয়ার না।
দ্বিধার সময় এদের খুব ছোট অংশই অনুসরনীয়।
অকাট্য যুক্তি দলিল সবার আছে যদিও।
এটা ইগনোরড, অকাট্য দলিলের মূল্য আমার কাছে নেই।
আমি এই বাস্কেটের তলানিতে।