"এই সব বিতর্কিত জিনিস শেয়ার না করে আপনি ভালো জিনিস শেয়ার করতে পারেন না?"
এটা কমন কথা। শেষে ভালো জিনিস কি? ধরে নিলাম আমার নিজের বক্তব্য সব খারাপ। সব শেষ করে আসেন কেবল কোরআন হাদিস শেয়ার। কারন এর থেকে বিশুদ্ধ "আমার নিজের কোনো কথা নেই" হতে পারে না। বিতর্ক শেষ?
আরম্ভ।
হাদিস থেকে কেবল মাহদি সংক্রান্ত হাদিসগুলো শেয়ার করেন কয়েক দিন। পাবলিক ক্ষেপবে।
কেবল জিহাদ সংক্রান্ত হাদিস শেয়ার করেন কিছু দিন, পাবলিক ক্ষেপবে।
কোরআন থেকে আল্লাহ তায়ালা কোথায় আছেন সে সংক্রান্ত আয়াতগুলো শেয়ার করেন কিছু দিন। পাবলিক ক্ষেপবে।
জিহাদ সংক্রান্ত আয়াত? ... বুঝতেই পারছেন।
এর উপর আছে। হাদিসটা সহি নাকি সহি না সেই তর্ক। কোরআন শরিফের এক জনের অনুবাদ শেয়ার না করে আরেক জনেরটা করছি কেন সেই তর্ক।
খেয়াল করেন উপরের কোনোটাতে আপনি নিজস্ব কোনো কমেন্ট ব্যখ্যা কিন্তু দেন নি। কেবল সরাসরি শেয়ার করেছেন। তাতেই এই অবস্থা।
"তবে কোন পোষ্টে সত্যিই তর্ক নেই?"
এই উত্তরটা জানি। কি করে নিজের আর অন্যের জীবন বাচাবেন সেই পোষ্ট দিন। কোনো তর্ক নেই।
হিউমেনিটি সংক্রান্ত পোষ্ট।