কইছিলাম গাজিপুরের মেয়রের মসজিদ খুলার ঘোষনা আরো উপরের নির্দেশে উল্টে যাবে। তাই হচ্ছে। খবরের লিংক কমেন্টে।
কারন এই পরিস্থিতিতে যারা মসজিদে জামাত পড়তে চায় না, তারা এটাও চায় না যে অন্য কেউ পড়ুক। পাপ বোধ বাড়ে। মানুষ আমাকে নিয়ে হাসা হাসি করবে। "সবাই যায় আপনি যান না কেন?" কিন্তু সব বন্ধ রাখলে সমস্যা শেষ। কেউ কিছু বলার নেই। এর জন্য এখন ভেলিড কারনও আছে। এবং মসজিদ বন্ধের কিছু না কিছু কারন অন্য সময় খুজলেও পাবেন।
বুঝতে হবে :
১। জাতীয় উন্নয়নের জন্য ধর্মের দরকার নেই। চীন এর উদাহরন।
২। নামাজ পড়ার জন্য মসজিদের দরকার নেই। ঘরে পড়লেই হলো। আল্লাহর দুনিয়া পুরোটাই মসজিদ।
৩। ধার্মিক হবার জন্য আনুষ্ঠানিকতার দরকার নেই। বিশ্বাস অন্তরে।
নিজের জীবন বাচানো।
মানুষের জীবন বাচানো।
বড় ধর্ম।
আল্লাহ তায়ালা আমাকে উনার দাসদের একজন হিসাবে কবুল করুন।