Post# 1588194403

30-Apr-2020 3:06 am


আরেকটা ব্যপার হলো তথ্যগত ভুল।

যেমন আমি হয়তো বললাম : আপনার দলের ৩০০ জন কোভিডে মারা গিয়েছে। আপনি রেগে গেলেন। বললেন "না মাত্র ৩০ জন মারা গিয়েছে। আপনি উদ্যেশ্যমূলক ভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।"

এখন কথা হলো, আপনার দলের ৩০০ নাকি ৩০ জন মারা গিয়েছে সেটা আমার কাছে বড় কোনো ব্যপার না। একটা বা অন্যটা হলে আমার কিছু যায় আসে না।

কিন্তু ঐ দলের কর্মি বা সমর্থক হিসাবে এটা আপনার কাছে বিশাল ব্যপার। আপনার বিশ্বাস একটা না বলে অন্যটা বললে মানুষের কাছে আপনার দলের ইমেজ হারিয়ে যাবে বা ভুল ভাবে উপস্থাপন করা হবে।

এই সমস্যার কোনো সমাধান নেই। এখানে ৩০০ আর ৩০ এর পার্থক্য যদি আপনার কাছে বড় মনে হয়, তবে বলছি ৩০ আর ৩২ এর মতো ছোট পার্থক্য হলেও আপনি রেগে যাবেন। কারন "সত্য উপস্থাপিত হচ্ছে না" "মানুষকে ভুল তথ্য দেয়া হচ্ছে" "অপ-প্রচার করা হচ্ছে"।

এ ক্ষেত্রে সমর্থকদের ব্লক করে দিলে সমস্যাটা চলে যায়।
অন্য কোনো সমাধান আমার জানা নেই।

আর আমি যে বললাম ৩০০ জন মারা গিয়েছে এটা কমেন্ট করে কারেকশনের দরকার আছে না? দরকার নেই। এ রকম কম বেশি কত কথাতেই হচ্ছে। এত একুরেট কথা কে বলে? ৩০০ বা ৩০ একটা হলেই হলো। দুটোর পার্থক্যে ক্ষতি হচ্ছে মনে করছেন আপনি একাই। আর কেউ না।

জাজাকাল্লাহ।

30-Apr-2020 3:06 am

Published
30-Apr-2020