আরেকটা ব্যপার হলো হয়তো আমার কোনো পোষ্ট পড়ে আপনি রেগে আছেন যে আমি ভুল বলছি বা মানুষকে সত্যটা জানাচ্ছি না বা মানুষকে পথভ্রষ্ট করছি।
কিন্তু এই অবস্থায়তেও এটা কেবল আপনার ক্ষোভ। এর বেশি কিছু না। আপনি আমাকে আনফলো করলে সব কেটে যাবে।
এটা না করে যদি আপনি কমেন্ট করেন তবে আমাদের দুজনের মাঝে এই ক্ষোভটা শত্রুতায় রূপ নিবে। দেখবেন আমি আপনাকে ইগনোর করছি, বা ছোট করছি, বা আপনাকে হেয় করছি, বা অহংকারের সূরে কথা বলছি বা আমি নিজের ভুলের উপর স্থির থাকছি।
মানে কমেন্ট করা দ্বারা সমস্যা সমাধান হচ্ছে না। বরং নতুন সমস্যা বাড়ছে যে আগের একটা ক্ষোভ এখন বর্তমান শত্রুতায় রূপান্তরিত হয়েছে।
তাই ডিসকাশনে লাভ নেই। কমেন্টে আলোচনায় লাভ নেই।
আপনি ডিসকাশনকে যত প্রয়োজনীয় মনে করেন না কেন।
জাজাকাল্লাহ।