আমল :
নামাজে চোখ বন্ধ করে নামাজ পড়বো না। চোখ খুলা রেখে। এটা দিনের আলোতে নামাজ হোক বা রাতের গভীরে অন্ধকারে। দাড়ানো অবস্থায় হোক বা নামাজের সিজদায় রুকুতে। সব সময় চোখ খুলা।
বক্তব্য, "কিন্তু রাতে চোখ বন্ধ রাখলে ধ্যান আসে"
এই ধ্যান পথভ্রষ্ট করবে। এটা পরিত্যাজ্য। বরং চোখ খুলা রেখে অল্প ধ্যানে নামাজ পড়বো।