Post# 1588167811

29-Apr-2020 7:43 pm


খবর : ৭ তলার মালিক, ৭ বন্ধু মিলে। অসুস্থ ধরে নামানোর জন্য কেউ আসে নি। শেষে স্ত্রী-কন্যা ধরে নামাচ্ছে এম্বুলেন্সে নিবে। সিড়িতে মারা যায়। এর পর লাশ সরানোর কেউ নেই। লাশ পড়ে থাকে সিড়িতে। বহু পরে সরকারি নেতা খবর পেয়ে লাশ সরানোর ব্যবস্থা করেন।

https://www.bd-pratidin.com/facebook/2020/04/27/524959

এখন এর সাথে সংখ্যা লঘু-গুরুর সম্পর্ক আছে। যে কারনে সাহায্যের জন্য কেউ আগিয়ে আসে নি। কে কাকে স্পর্শ করে কি পাপ করে। কিন্তু এর পরও নিচের কথাগুলো।

মৃত্যুর আগে পর্যন্ত জীবন উপভোগ করা একটা অপশন।
মৃত্যুর পরে করা দ্বিতীয় অপশন।

শয়তান প্রথমটা চেয়েছিলো।
মু'মিনরা চায় দ্বিতীয়টা।

কিয়ামতের আগের সময়টা শেষ হবে। শেষ দিনটা হবে কিয়ামতের দিন।
কিয়ামতের পরের সময়ের একটা বৈশিষ্ঠ হলো সময় কখনো আর শেষ হবে না।

যে সময় শেষ হবে সে সময় শত বছর লম্বা হলেও, একটা দিন আসবে যেদিন সে দেখবে তার আনন্দ আর মাত্র ১০ দিন।

সেটা হাজার বছর লম্বা হলেও কোনো একদিন আসবে যে দিন সে দেখবে তার হাতে আর ১০ দিন মাত্র।

সেটা লক্ষ বছর লম্বা হলেও, এক দিন আসবে যে দিন সে দেখবে তার আনন্দের আর মাত্র ১০ দিন বাকি।

যা শেষ হয় তার এটা বৈশিষ্ঠ্য। একটা দিন আসবে যখন তা শেষ। আগের সৃতি তখন মনে থাকবে না। তখন কেবল ভবিষ্যতের কষ্ট।

বরং অনন্তকালের সময়টা কষ্টে কাটাবো নাকি আনন্দে সেটা আসল।
এর পর আর কোনো দিন আসবে না যেদিন দেখবো হাতে সময় আছে আর ১০ মাত্র দিন।

আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন।

29-Apr-2020 7:43 pm

Published
29-Apr-2020