Post# 1588156943

29-Apr-2020 4:42 pm


বহু বছর আগে পড়েছিলাম ইবনুল মোবারাকের "কিতাবুল জিহাদ"। ১০০ হিজরির দিকে লিখা। এখন নেটে অনুবাদ আছে মাকতাবাতুল আশরাফের, মালিবাগ মাদ্রাসার এক আলেমের অনুবাদে। PDF নেটে খুজলে পাবেন।

খুজে বের করে আবার পড়ে নেই। বহু বিষয় সম্পর্কে বহু কথা আছে। এখন এগুলো কাজে লাগবে। বর্তমান সময়ের ঘটনায়।

তবে দুটো কথা :

এই ধরনের বইগুলোতে বাংলা ছাপায় ১০০ পৃষ্ঠার মতো লম্বা আরেকটা দ্বিতীয় বই জুড়ে দেয় অনুবাদকরা যেটাতে বর্তমান কালের লিখকদের কথা থাকে। এগুলো স্কিপ করে যেতে হবে। এটা মূ‌ল বইয়ের অংশ না।

আর এগুলো পড়ে কোনো দলে যোগ না দেই। বা দলের পক্ষে যারা ডাকে তাদের কথা না শুনি। চুপ চাপ ঘরে বসে থাকি। যখন প্রয়োজন হবে তখন বুঝবেন প্রয়োজন।

জাজাকাল্লাহ।

29-Apr-2020 4:42 pm

Published
29-Apr-2020