Post# 1588146928

29-Apr-2020 1:55 pm


"করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার উপকারী কি না - এ বিতর্কের সম্পর্ক সংশ্লিষ্ট গবেষকদের সাথে। ইসলামের সাথে নয়। হাঁচিদাতার মাস্ক ব্যবহার করা তো সুন্নাহর নিকটবর্তী আমল। কারণ, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাঁচির সময় হাত বা কাপড় দিয়ে চেহারা ঢেকে নিতেন।

সুতরাং ঈমান, ইয়াকিন ও তাওয়াক্কুলের নামে মাস্ক ব্যবহার নিয়ে বাড়াবাড়ির কোনো সুযোগ আছে বলে মনে হয় না। ইচ্ছে হলে কেউ পরবে ইচ্ছে না হলে পরবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।"

- মুফতি মানসুর আহমাদ
বাইতুস সালাম, উত্তরা।

29-Apr-2020 1:55 pm

Published
29-Apr-2020