পার্থক্য : আখলাক ও অন্তর।
"মুনাফিকদের লক্ষন তিনটি" বিখ্যাত হাদিস। হাদিসটা পড়ার পরে লক্ষ্য করতে হয় নিজের মাঝে এই মুনাফিকির লক্ষন আছে কিনা। আমার মাঝে এই প্রতিক্রিয়াটাই প্রথম হয়েছিলো। সম্ভবতঃ সবার মাঝে প্রথমে তাই হয়।
কিন্তু আপনি দ্বিনের কথা খুব জোর দিয়ে গরম করে বলে এরকম কিছু লোকের সাথে বেশি দিন চলেন। এর পর দেখবেন এই হাদিস দিয়ে নিজেকে আর বিচার করছেন না। অন্যকে করছেন। খুব জোর গলায় আরেকজনের কাহিনি বর্ননা করে এই হাদিস দিয়ে ইন্ডিকেট করছেন তারা মুনাফেক না হলেও কাছাকাছি।
তাই দ্বিনের দ্বায়ীর কথার অন্তরের একটা প্রভাব আছে। যদিও বাহ্যিক ভাবে সব কথাই সত্য। দ্বিনি কথা যার থেকেই শুনি, কিছু কিছু শুনার দ্বারা সমস্যা নেই, সবই দ্বিনের কথা। কিন্তু একজনের সাথে তার ভক্তের মতো লম্বা সময় থাকেন, তার রংয়ে রঙ্গিন হয়ে যাবেন।
তাই আমি দেখি ফেসবুকে কার উপদেশ আমি নিচ্ছি।
কমেন্টে কে এসে কি উপদেশ শুনিয়ে যাচ্ছে।
আমি না চাইলেও নিজের অজান্তে উপদেশ দাতার আখলাকের দিকে নিজেকে নিয়ে যাবো।
"মানুষ তার বন্ধুর দ্বিনের উপর থাকে" - একটা হাদিস।
তাই দেখি কাকে ফ্রেন্ড ফলোয়ার উপদেশ দাতা করছি।