Post# 1588137868

29-Apr-2020 11:24 am


কিছু জিনিস আছে আমাকে টানে না :

সিমবোলিজম : আমাদের মাঝে এর প্রচলন ইলুমিনাতি নামে। এখন কেউ ইচ্ছে করে কোনো সিমবল এড করলে আমি বুঝি সে কিছু বলতে চায়। কিন্তু এতটুকুই। ইনহেরেন্ট কোনো মিনিং নেই আমার কাছে।

নিউমারোলোজি : যেমন আয়াতের সংখ্যা মান গুনে এ থেকে কিছু বের করা। স্পষ্টতঃই কিছু পাওয়া গেলে এখানে একটা "ওয়াও" ফেক্টর আছে। কিন্তু এখানেই শেষ। এর পর এর থেকে কোনো অর্থ খুজি না।

কনসপাইরেসি : বিশ্বাস করা যে মূল সত্য ভিন্ন কিছু যেটা অল্প কিছু লোক জানে। আর মিডিয়া সর্বদা সত্যকে গোপন করছে। প্রায় সকল ক্ষেত্রে কনসপাইরেসির থিউরি গুলোকে আমি ভুল ধরি।

উপরের গুলো যারা করে তাদেরকে পথভ্রষ্ট বা হারামে নিযুক্তও মনে করি না। কেবল সময় নষ্ট করছে এমন জিনিসে যেটার মূল্য আমার চোখে পড়ে না। এই।

জাজাকাল্লাহ।

29-Apr-2020 11:24 am

Published
29-Apr-2020