রক্ত দান :
কয়েক দিন আগে খবর : মাওলানা সা'দ সাহেব ডাক দিয়েছেন তবিলিগওয়ালাদের ঘরে বসে থাকতে। আর রক্ত দান করতে।
আমি : কোভিডের রোগিদের জন্য রক্ত দান করতে? কিন্তু এটা তো ডেঙ্গু না।
আজকে খবর : ভারতে তবলিগওয়ালারা রক্ত দান করছেন প্লাজমা থেরাপির জন্য।
আমি : ওহ! এই বার বুঝলাম কেন রক্ত দানের কথা। ভালো। ভাগ্যিস সা'দ সাহেবের রক্ত দানের হুকুম নিয়ে ফেসবুকে ট্রল করি নি। : -)
আজকে খবর : ভারত সরকার বলছে কোভিডের জন্য প্লাজমা থেরাপি দেয়া যাবে না, কারন এটা প্রমানিত কোনো চিকিৎসা না। এতে কাজ হয় যে এমন কোনো প্রমান নেই।
https://timesofindia.indiatimes.com/india/plasma-therapy-not-approved-as-treatment-use-only-for-trial-govt/articleshow/75439012.cms
আমি : হুহ? আসলেই? নাকি ভারতের কথা?
নেটে খুজলাম। দেখলাম এটা এখনো ক্লিনিক্যল ট্রায়াল পর্যায়ে আছে। ইন্ডিকেশন আছে যে এটা কাজ করে। কিন্তু পরের কোনো রিসার্চে এটা উল্টে যেতে পারে। এখনো প্রমানিত না।
দেখতে থাকি।