#হিফজ_টিপস
হিফজের উপর আরো কিছু আলোচনা :
[ এগুলো ভাই "মডারেট মোজলেমদের" জন্য, যাদের মাদ্রাসায় যাবার সুযোগ নেই ]
কোরআন শরিফে কোন জায়গায় তিন আলিফ, চার আলিফ, এক আলিফ টান হবে এটার ডিটেইলেস নিয়ম আছে। কিন্তু না শিখলেও হয়। কারন কোরআন শরিফে মার্ক দেখে বুঝা যায় এখানে তিন আলিফ।
কিন্তু এই উপমহাদেশে প্রচলিত প্রিন্টে যেটা থাকে না কিন্তু পড়ার সময় জরুরি সেটা হলো এদগাম-এখফার নিয়মগুলো। দুই জের, দুই জবর, দুই পেশ, নুন সাকিনে কোথায় টান হবে, কোথায় টান হবে না।
এটা মার্ক করা থাকে না। তাই নিয়ম শিখতে হয় কোন হরফ পরে থাকলে টান হবে [ একে বলে "গুন্নাহ" ] কোনটা থাকলে হবে না। হরফের লিষ্ট মুখস্ত করা। এর পর ঐ হরফ চিনে খেয়াল রেখে টেনে পড়তে হয়। এটা জটিল, আমার জন্যও।
কিন্তু !!!
এর সমাধান আছে। সৌদি প্রিন্ট কোরআন শরিফে এটা মার্ক করা থাকে স্পষ্ট করে। এই জায়গায় টান হবে, এই জায়গায় হবে না। কিন্তু আমরা বাংগালিরা সৌদি প্রিন্ট দেখে প্রথমেই ভয় পেয়ে দৌড় দেই তাই এই সহজ জিনিসটা আর সহজ করে শেখা হয় না।
এর ডিটেইলস আমি এখানে লিখলাম না। আগে এর উপর সিরিজ পোষ্ট দিয়েছিলাম। সবগুলো পোষ্টের লিংক পাবেন এখানে। দেখেন কতটুকু বুঝেন আর উপকার পান। ইন্টারমিডিয়েট লেভেলে যারা পারেন তারা উপকার পাবেন ইনশাল্লাহ।
সবগুলো পোষ্টের লিংক :
https://www.facebook.com/habib.dhaka/posts/10156580463843176