Post# 1588053713

28-Apr-2020 12:01 pm


সামনে এক লোক লাঠি নিয়ে চলছে :

রাস্তা দিয়ে মধ্যবয়স্ক, জুব্বা পড়ে।

লাঠি হাতে চলা সুন্নাহ বলা হয়। ছোট বেলায় দেখতাম। মডার্নিজমের যুগে এটা উঠে যায়। জ্যামে কে লাঠি হাতে চলে?

ইসলামের সবকিছুই কেমন প্রি-মডার্ন যুগের জন্য তৈরি। তবে মডার্নিজমের যুগে ইসলাম চলবে না?

মডার্নিজম ইসলামের ১৪০০ বছরের ইতিহাসে একটা স্পাইক।
'৯০এ আরম্ভ '২০এ শেষ। ৩০ বছরের ব্লিপ।

মানুষ লাঠি দিয়েই চলবে, আগে ছিলো। সামনে তাই থাকবে।

কিছু দিন আগের প্রশ্ন ছিলো, "তবে আদি সু্ন্নাহ কি করে আধুনিক জীবনে এডপট করবো?"

দরকার নেই। মডার্নিজম ছিলো একটা ফ্ল্যাস।
এসেছে চলে যাচ্ছে।
একজনের জীবনও পার হয় নি।

28-Apr-2020 12:01 pm

Published
28-Apr-2020