মনে করি একজনের খুব নাম-ঢাক দুনিয়াতে আল্লাহ ওয়ালা হিসাবে। কিন্তু তার পরিনতি তো আমি জানি না।
পরিনতি জানার দরকার বুঝতে যে দুনিয়ার তার জীবন আমল কর্ম কথা থেকে আমার শিক্ষনীয় কিছু আছে নাকি নেই সেটা বুঝতে।
পরিনতি ভালো তো শিক্ষনীয় অনুসরনীয়।
মন্দ তো এই পথে মুক্তি নেই।
পরিনতি মানে শেষে উনি আল্লাহর কাছে গ্রহনীয় হয়েছিলেন কিনা।
এটা দুনিয়ায় উনার প্রসংশা দিয়ে বুঝা যায় না।
উনার রেখে যাওয়া কর্ম দিয়েও বুঝার উপায় নেই।
এখানে আটকিয়ে থাকি। কি দিয়ে বুঝবো?
শেষে আমি দেখি দুটো :
প্রথমতঃ উনার শেষ আমলগুলো কি ছিলো।
এবং সেটা আমার কাছে ভালো মনে হচ্ছে কিনা।
দ্বিতীয়তঃ স্বপ্নে উনাকে কেউ দেখেছে কিনা উনি কেমন আছেন, উনার আমলের কবুলিয়াতের ব্যাপারে উনি কি বলছেন।
এগুলো একান্তই ব্যক্তিগত জাজমেন্ট। যেটা আরেকজনের কাছে গ্রহনযোগ্য কিছু না। কিন্তু এটা ছাড়া সত্যি আমার দ্বিতীয় কিছু নেই।
- Comments:
- indeed.