Post# 1587973990

27-Apr-2020 1:53 pm


Dhaka today.


খিলগাও রেইলগেইট।


খিলগাও বাজার।


নবাবপুর রাস্তা।


পুরান ঢাকার এক মোড়, নাম জানি না। :-)


ধোলাইখাল মোড়


ধোলাইখাল, টং মার্কেটের দিকে।


ধোলাইখাল মোড়।


নবাবপুর


গুলিস্তান বাস স্টেন্ড।


গুলিস্তান মোড়।


গুলিস্তান সিনেমা হল। মানে আগে এর নাম এই ছিলো। এখন কি হয়েছে জানি না। মনে হয় কোনো মার্কেট।

এখানে আগে ডিসি ডিসি করতো ব্লাকাররা। আর ছিলো জুতা পলিশ করার লোক লাইন ধরে। ঢাকার সকল চিটারদের আড্ডাখানা।

এখন বোধহয় এগুলো আর নেই।


এই জায়গায় ছিলো গুলিস্তানের কামান। এখন আর নেই।


কিছু গাছ এখনো আছে।


বঙ্গ ভবনের রাস্তা। আগে এই রাস্তা খোলা ছিলো। গুলিস্তানের রাস্তা পর্যন্ত যাওয়া যেতো। এর পর এক সময় বন্ধ করে দেয় ৮০ এর দিকে।


ডিআইটির ঘড়ি। বিল্ডিংটা সমস্ত ঘুষখোরদের কেন্দ্র হিসাবে পরিচিত ছিলো ৭০-৮০-৯০ এর দিকে।


স্টেডিয়ামের মূল গেইট। বহু আগে আবহনি মোহামেডান খেলার সময় জমজমাট ছিলো এখন কেবল মার্কেট। আর কিছু নেই।


বলাকা মোড়। বিমাের অফিসের জন্য বিখ্যাত। এখনো বিমানের অফিস এখানে।


দৈনিক বাংলা মোড়। "দৈনিক বাংলা" পত্রিকা এখন আর নেই। ছিলো ৮০-৯০ পর্যন্ত। কিন্তু নামটা রয়ে গিয়েছে। এটা ছিলো সরকারি একমাত্র দৈনিক পত্রিকা।


ফকিরাপুল মোড়।


ফকিরাপুল মোড়।

27-Apr-2020 1:53 pm

Published
27-Apr-2020