Post# 1587911425

26-Apr-2020 8:30 pm


তারাবির ফতোয়ার উপর দুটো খবর :

১। আমাদের এক মন্ত্রী বলেছেন টিভিতে তারাবি প্রচারিত হবে। ঘরে সবাই টিভি দেখে দেখে তারাবি পড়বে।

২। আযহারি সাহেব বলেছেন নফল নামাজে কোরআন দেখে দেখে পড়া যায়।

উপরের দুটোর কোনটা নিয়ে পাবলিক এখন পাগল? ঠিক ধরেছেন আযহারি সাহেবের কথা নিয়ে।

আমি তৃতীয়টা এড করি।

৩। শায়েখ ইয়াসির কাজি বলেছেন হিফজ না থাকলে নামাজে আলহামদু লিল্লাহ সুরা পড়ে এর পর মোবাইলের রেকর্ড থেকে সুরা ছেড়ে দিয়ে হেডফোন দিয়ে শুনেবেন। তাতে হবে। তবে হানাফিদের হবে না।

Hold the phone in your hand and hear the recitation instead of (or along with) reading. This would not be permitted by the Ḥanafis. However, according to most scholars of the other madhâhib that allow holding the muṣḥaf, the mere listening, while it is foreign to the prayer, does not invalidate it. The Ḥanafis would say the same about the mere listening as well.

হানাফিদের হবে না। এটা key word. আযহারি সাহেবও সম্ভবতঃ হানাফিদের জন্য বলেন নি।

আর টিভি দেখে যে মন্ত্রি বলেছেন নামাজ পড়তে? ইয়াসির কাজি বলছেন উনি লাইভ টিভি দেখে পড়ার পক্ষে না, তবে নিষেধও করছেন না কারন মালিকি মাজহাবে এটা করা যায়।

লিংক :
https://www.facebook.com/yasir.qadhi/posts/10157775476408300

নিজের পথ খুজি।

    Comments:
  • এই পোষ্টের অর্ধেক কথাই সারকাস্টিক। সহজ সরল পোলাপান আবার আমাকে জিজ্ঞাসা করতে আসবেন না "আপনি যে বললেন ঐ ভাবে নামাজ হবে, আমাকে একটু বলেন তো...."। ব্লক খাবেন আপনি সহজ সরল বলে।

26-Apr-2020 8:30 pm

Published
26-Apr-2020