এখন কথা কম, প্রশ্ন কম কারন
এখন সময়টা খুবই সেনন্সিটিভ।
সামনে কি হবে, না হবে, কেউ জানে না। কোনো ধারনাও নেই।
কিন্তু সবাই হাইপার হয়ে আছে - এটা ঠিক, ওটা ভুল, সেটা বলবেন না,
ঐ কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না, দ্বিন রক্ষার জন্য এটা করতে হবে -- এগুলো নিয়ে।
যেমন,
করোনা ভাইরাস দুই মাস আগে যারা বলছিলো "বিপদজনক" -- তাদেরকে সরকারি জালেমরা ধরে টর্চার করতো। গুজব ছড়ানোর দায়।
দুই মাস পরে এখন যারা বলে করোনা ভাইরাস "বিপদজনক না" তাদেরকে এখন ঐ একই সরকারি জালেমরা ধরে টর্চার করছে গুজব ছড়ানোর দায়ে।
কোনটা ঠিক? বিপদজনক? বিপদজনক না?
যে দিন যেটা। টর্চারেই আনন্দ আর লাভ, সুযোগ পেলেই হলো।
দ্বিনদ্বারদের মাঝেও একই।
কিছু দিন আগেও যারা মসজিদ খুলার পক্ষে বলছিলো তারা দ্বিন বিকৃতিকারি। মুসলিমদের শত্রু।
দুই সপ্তাহ পরে আবার সব এখন বদলিয়ে গেলো। যেই আহমেদ শফি সাহেব সরকারকে কংগ্রেচুলেট করেছিলেন মসজিদ বন্ধের পরে -- দুই সপ্তাহ পরে উনিই প্যডে সরকারকে অনুরোধ করছেন মসজিদে কোনো লিমিট না রেখে খুলে দিতে।
তবে কোনটা ঠিক? মসজিদ এখনকার মত বন্ধ থাকবে? নাকি খোলা?
যে দিন যে যেটা সঠিক মনে করে।
পার্থক্য হলো, যেই পরিবর্তনের ঢেউ আগে যেতে ২ বছর লাগতো। সেটায় সময় লাগছে এখন ২ সপ্তাহ।
তাই চুপ থাকি। আমার ফলোয়ারদের কেবল হিন্টস দেই আমি এই পক্ষে। এটা না বুঝে যে প্রশ্ন করে "মানে কি? কি করবো?" সে আমার ধ্বংশ ডেকে আনছে এই প্রশ্ন গুলো করে। আমি তার গাইড না। তাই ব্লক করে দেই দ্রুত। নিজেকে বাচাতে।
সে ভালো সহজ সরল। কিন্তু সে আমাকে ডুবাবে।
আর যারা অতি এগ্রাসিভ : দেখেন আমি ঐ সাইডের পক্ষে, ঐটা এখন ঠিক। আপনিও আমার পক্ষে শোর তুলেন তাহলে একটা কমুনিটি বিল্ড হয় এর পক্ষে মানুষ পথ পাবে -- তাকেও ব্লক করে দেই।
এখন কারো সাথে সম-মনা দল তৈরিতে আগ্রহি নই। তাই এগ্রাসিভদেরও ব্লক।
তাই এভাবেই দেখেন। সময় তাড়াতাড়ি যাচ্ছে।
জাজাকাল্লাহ।