খুব বেশি ইসলামি পোষ্ট দিচ্ছি। এতে সমস্যা ফেসবুকের অন্য ইসলামপন্থিরা ক্ষেপে যায় -- "আমগো ময়দানে হেয় কেডা?" "দেখ তো আমগো দলের না বাইরের?" এর পর রেইড। দ্বিনের বিশুদ্ধতা রক্ষার অন্দোলন বলে কথা।
তাই কিছু ফালতু পোষ্ট দিতে হয় মুলতঃ ইসলাম পন্থিদের বুঝাতে আমি ইসলাম পন্থি না। তারা খুশি হয়। "পাইছি হের দোষ, ওই দেখ হের কথা শুনিস না, হের এই স্ক্রিন শট প্রচার কর বেশি কইরা।"
আমিও বেচে যাই। কারন তাদের রেইডের উদ্যেশ্য পূর্ন হবার পরে এরা চলে যায়। আর পিছে লাগার কারন নেই। আমার মুখোশ উন্মোচিত।
আগে গান বাজনা, মিউজিক, ফিল্ম রিভিউ, হলিউড, বলিউড শেয়ার করে এই কাজ করতাম। এখন করোনার যুগে অনেকদিন এর সাহস করতে পারছি না।
তাই কি করবো চিন্তা করছি :-) আমাদের ইসলাম পন্থিদের খুশি রাখাও যেহেতু জরুরি।