Post# 1587749248

24-Apr-2020 11:27 pm


"সেহরির শেষ সময় কয়টায় আর ফজরের ওয়াক্ত কয়টায়?"

এখন সমস্যা হলো এভাবে জিজ্ঞাসা করলে প্রথমে প্রশ্ন আসে সেহরির শেষ সময় কয় মিনিট আগে চান এবং নামাজের সময় কয় মিনিট পরে? এটার কোনো নির্দিষ্ট উত্তর নেই। একেক বছর একেক জায়গায় একেক হিসাব জনপ্রীয় হয়।

তাই আমি অরিজিন্যাল সময়টা পাবলিশ করি ৪ টা ১০ এ সেহরি শেষ সময় এবং ঠিক ঐ একই সময়ে ফজর আরম্ভ। এর পর কে কার কথা শুনে কত মিনিট যোগ করবে এটা তার ব্যপার।

বাসায় যেটা করি সেটা হলো ঐ সময়ের ঠিক ১ মিনিট আগে সেহরি শেষ করি। এবং পরের মিনিটেই ফজরের আজান। অর্থাৎ শেষ সময় আর আজানে পার্থক্য ১ মিনিট।

কিন্তু বিভিন্ন আলেমদের বিভিন্ন কথা আছে এর উপর। মূল সময়টা জানা থাকলে যে যেটা অনুসরন করে তত মিনিট আগে পরে করে নিতে পারবে।

রমজান দেখে আসছি ৪০ বছর ধরে। এখন যদি নতুন কিছু চালু হয় তবে বুঝি যে আগে ওটা ছিলো না বা ভিন্ন ছিলো।

তাই "এটাই ঠিক" এমন কিছু নেই। বহু সময় বহু জিনিস ছিলো।

জাজাকাল্লাহ।

    Comments:
  • ^ ১৮ ডিগ্রী।
  • ^ ওভারলোডেড, অতিরিক্ত ভিজিটরে। চেষ্টা করবো এটা ফাস্ট করতে, কেপাসিটি বাড়িয়ে।

24-Apr-2020 11:27 pm

Published
24-Apr-2020