Post# 1587733643

24-Apr-2020 7:07 pm


#হিফজ_টিপস

কোরআন শরিফ মুখস্ত করার ব্যপারে কয়েকটা টিপস :


এখানে মূল হলো সময় নিয়ে করতে হবে। খুব ধীরে এগোনো। দুই বছরে না। ধরেন ২০ বছরে বা ৪০ বছরে। আস্তে আস্তে একটা সুরা মুখস্ত করে এর পর পরেরটা।


মুখস্ত করার সময় দ্রুত বার বার পড়ে মুখস্ত না। বরং খুবই ধীরে একটা একটা শব্দ পড়তে হবে। প্রথম আয়াতের প্রথম শব্দটা পড়লাম, এর পর এটা শুদ্ধ করে কয়েকবার পড়লাম এর পর পরের শব্দটা। সময় নিয়ে। পূর্ন উচ্চারন করে। এতে দেখবেন দ্রুত পড়ার থেকে ভালো মনে থাকবে ইনশাল্লাহ।


এক পৃষ্ঠা তারাতারি মুখস্ত হয়ে গেলো। পরেরটা আরো তারাতারি করার চেষ্টা করলাম। কয়েকদিন পরে ক্রেশ করবে। কিছুই হবে না। সব বন্ধ। তাই ধীরে এগিয়ে যেতে হয়। অনেক সময় নিয়ে। কিন্তু এর পরও এগুচ্ছি এভাবে। কারো সাথে কম্পিটিশন না। কেবল নিজে শিখছি।

#quranTips

24-Apr-2020 7:07 pm

Published
24-Apr-2020