Self reminder :
মানুষের কাছে হাত না পাতি।
কোনো মানুষকে আল্লাহ তায়ালা কত বেশি দিয়েছে সেটা নিয়ে "হায়" না বলি।
প্রয়োজনের থেকে অনেক বেশি যার আছে এবং সে অপচয় করছে তার কিছু যদি আমি পেতাম এই চিন্তা অন্তরে না আনি।
যার বেশি আছে তার কাছে ঘেষলাম না, কিন্তু বেশি থাকার জন্য তাকে ঘৃনাও না করি যে "দেখো, আমি তাদের পাত্তা দেই না"।
উপরের যা বললাম এগুলো যারা করে না বা উল্টো করে, তাদেরকে মন্দ ধারনা না করি। কোনোটাই করা কারো জন্য ফরজ ছিলো না।
তাকওয়া। নিজে চলি। অন্যে কম করে তার জন্য তাকে নিজের থেকে খারাপ ধারনা না করি।
সবাই আল্লাহর কাছে ফিরবো।
নসিহা করি পেসিভলি, সাধারন ভাবে সবাইকে। কারো মুখের উপর না, যে তুমি খারাপ, ভালো হয়ে যাও।
আল্লাহ তায়ালা সহজ করুন।