কমেন্ট রেখে দিলে সমস্যা কি?
ফেসবুকে কিছু পাবলিক আইডি আছে যেগুলো তর্কের মেগনেট।
আমার কোনো স্টেটাসে ১০ টা কমেন্ট পড়লে সবাই মনে করবে আমার আইডিও বোধহয় সেরকম একটা আইডি। চার দিক থেকে পোলাপান ছুটে আসবে "দ্বিনের বিশুদ্ধতা রক্ষার" আন্দোলনে।
১০ টা কমেন্ট, হয়ে যাবে ১০০ টা।
এর কিছু দিন পরে আমি হয়ে যাবো ফেসবুকের নতুন উদিয়মান তারকা।
এরকম যত তারকা ফেসবুকে উদিত হতে দেখেছি সবগুলোকে নিভে যেতে দেখেছি কিছুদিন পরে।
দুনিয়াতে যা কিছু বেশি উপরে উঠে, আল্লাহ তায়ালা তাকে নিচে নামিয়ে দেন। কয়েকটা হাদিস আছে এই একই কথায়, খুজলে পাবেন।
সাধারন পাবলিক হয়ে থাকি। খ্যাতি বা মেগনেট হতে না চেয়ে। বাকিটা আল্লাহ তায়ালা দেখবেন, আশা রাখি।
আল্লাহ তায়ালা যেন আমাকে ক্ষমা করেন।