চাদ দেখার পোষ্টগুলোতে ২০ টার মতো কমেন্ট ছিলো। কোনো একটাতেও না আমার কোনো উপকার আছে, না যে জিজ্ঞাসা করেছে তার। কেবল একটা কমেন্ট যেখানে আমি "রমজান" এর বদলে "ঈদ" লিখেছি। সেটা ছাড়া।
সবগুলো কমেন্ট মুছতে যতটুকু সময় লাগলো। ব্লকে এর থেকে কম সময় লাগতো। প্লাস সেটা করলে একই জনের কমেন্ট আবার কালকে মুছতে হতো না।
যারা কমেন্ট করে তারা করতেই থাকে, এই বিশ্বাস করে যে আমি যেন তার কমেন্ট পড়ে উপকৃত হচ্ছি।
এটা ভুল ধারনা। আমি খবর সংগ্রহ করি টুইটার থেকে। এবং সেখানে এত খবর যে সব পড়ার সময় আমার নেই। কেবল টাইটেল পড়ি বেশির ভাগের। আপনার শেয়ার করা লিংক দেখার সময় কোথায়? আর আপনি এটাকে আমার জন্য এত ইম্পর্টেন্ট মনে করছেন কেন, অন্য আরো হাজারো খবরের থেকে?
আর আমল করার নিয়তে ইলম শিখি হাতে গুনা কিছু কিতাব আর আলেম থেকে। ফেসবুক থেকে না। বা ফেসবুকের আননোন কোনো আইডি থেকে না।
জাজাকাল্লাহ।
FAQ : "...এটা পড়বেন"
দ্বিন জানার জন্য যে ৮-১০ টা বই পড়ি তার বাইরে কিছু পড়ি না। দ্বিনী তর্কের জন্য পড়তে পারি। কিন্তু তর্ক থেকে সরে আসছি।
"... ওটা আলেমদের থেকে জেনে নিবেন"
আগে বাড়িয়ে আমি আলেমদের কোনো প্রশ্ন করি না।
- Comments:
- Coming to Netflix? I have watched the entire 3 seasons on Netflix like 3 months back.