Post# 1587651802

23-Apr-2020 8:23 pm


"বনি এমের" গান ছোটবেলায় দেশে জনপ্রীয় ছিলো।

এক গানের কথা ইহুদিদের :

""
তারা বন্ধি করে
আমাদের দাস বানায়।
নদির তীরে এনে বলে :
এখন গান গাও।

কি করে গাইবো প্রভু
এত কষ্টের মাঝে?
তাই অন্তরের কান্নাকে
কবুল করো গানের বদলে।
""

ইহুদি-খৃষ্টানদের গান ছিলো তাদের নামাজ। নিয়মিত এখনো দেখবেন গায়।

আমি তখন বলতাম "ভালো হইছে। পাপের শাস্তি।"

বেশি বলে ফেলেছিলাম মনে হয়।
কারন দেখছি নিজেদেরও একই শাস্তি।

শিক্ষা : উপহাস করতে হয় না।

23-Apr-2020 8:23 pm

Published
23-Apr-2020